জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিবের শোক
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আজ রাত সাড়ে নয়টায় ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি পরপর পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম, জনপ্রশাসন সচিব ফয়েজ আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তাঁরা পরলোকগত মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
« বিভাগীয় পর্যায়ে বিনিয়োগ হতে হবে — বিডা নির্বাহী চেয়ারম্যান (পূর্বের খবর)
(পরের খবর) ১ জানুয়ারি রাষ্ট্রীয়ভাবে শহীদ বীরঙ্গনা দিবস পালনের দাবী পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বীরঙ্গনা দিবস পালিত »