প্রধান মেনু

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ীকমিটির বৈঠক

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ীকমিটির ২৫তম বৈঠক কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, এ বি এম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মুস্তফা লুৎফুল্লাহ, খোরশেদ আরা হক এবং জয়া সেন গুপ্তা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে ‘সরকারি কর্মচারী আইন, ২০১৫’ এর বর্তমান অগ্রগতি এবং সরকারি যানবাহন অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

কমিটি মাধ্যমিক পর্যায়ে কিশোরীদের প্রজননস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে কার্যক্রম গ্রহণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করে। বৈঠকে উপজেলা পর্যায়ে বিশেষ করে ইউএনও, পুলিশ ও ভূমি অফিসে প্রয়োজনীয় যানবাহন দ্রুত সরবরাহের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি প্রস্তাবিত ‘সরকারি কর্মচারী আইন, ২০১৫’ প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনসহ দ্রুততম সময়ের মধ্যে প্রস্তুত করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

বৈঠকের শুরুতে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলামের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ, মন্ত্রণালয়, অধিদপ্তর ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।