জনগনের সার্থে কাজ করে যাচ্ছি —-ওসি আদাবর
নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর আদাবর শেকেরটেক ১নং রোড আদাবর থানার ৩নং বিট কর্তিকআয়োজিত গতকাল বেলা বারোটার দিকে উঠান বৈঠক অনুষ্ঠানে ওসি কাওসার আহমেদ তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদাবর থানার ওসি কাওসার আহমেদ, এস আই মনিরুজ্জামান মনির, এস আই শাহজাহান, এসআই চয়ন, আব্দুল মান্নান, সভাপতি আদাবর থানা, বাংলাদেশ আওয়ামীলীগ ঢাকা মহানগর উত্তর। সাধারণ মানুষের সাথে আরো উপস্থিত ছিলেন এলাকার ফ্লাট ও বাড়ির মালিক গন।
আদাবর থানার ওসি কাওসার আহমেদ বলেন, পুলিশ যখন তৈরী সেই বিটিশের সময়, তখন মানুষ খাজনা পাতি তেমন দিতে চাইতনা সেই খাজনা আদায়ের জন্য সাধারণ জনগনের বিরুদ্ধে পুলিশ তৈরী করা হয়। আর এখন জনগনের সার্থে পুলিশ কাজ করে যাচ্ছে। আমাদের সাবেক আইজি স্যার বলেছিল পুলিশই জনতাই, জনতাই পুলিশ। ওসি আরো বলেন আমি কিছু নোট করেছি এলকার কোন কোন পেশার লোকদের ছদ্দবেশ ধারন করে অপরাধীরা অপরাধ করে যায়। যেমন ইন্টারনেট কর্মী, ফেরীওয়ালা. আর তথ্যদিয়ে সহযোগীত করে গলির ভিতর দোকানদাররা সেটা চায়ের দোকান হতে পারে।
আপনারা দেখবেন ইন্টারনেট কর্মীরা বিল্ডিং এর চিপা চাপায় ঠুকে যায়। সবাই ভাবে তারা সত্যি নেট কর্মী। তারপর ফ্যামিলী বাসায় ম্যাচ ভাড়া। ম্যাচে যারা থাকে তারা সবাইযে ভাল তা কিন্তু না। অনেক জঙ্গি সংগঠনের সাথে জড়িত থাকে। এই জনন্যে আবাসিক এলাকায় দোকান, ফেরিওয়ালা এবং নেট কর্মীদের
দিকে খেয়াল রাখতে হবে। এ সবের দিকে বেশি করে খেয়াল রাখতে হলে সিসি টিবির বিকল্পনেই, তাই সবাইকে আহ্বান করবো প্রতিটি বাড়িতে সিসি
টিবি ক্যামেরা লাগানোর জন্য।
আব্দুল মান্নান, সভাপতি আদাবর থানা, বাংলাদেশ আওয়ামীলীগ ঢাকা মহানগর উত্তর, তিনি বলেন, এই এলাকায় পানির সমস্যা ছিল নানক ভাইকে বলেছি যেভাবে পারুক নানক ভাই করেছে, আরেকটি পাম্প করতে যাচ্ছি এটা হয়েগেলে পানির সমস্যা আর থাকবেনা। গ্যাসের সমস্যাও ছিল সেটাও থাকবেনা। আমরা বলি শেকের টেক পরিকল্পিত হাউজিং, কোথায় পরিকল্পিত? এখানে একটা খেলার মাটনেই মানুষ একটু বিকালে হাটবে সেটার যায়গা নেই। আমাদের প্রাক্তন মেয়োরের ইচ্ছা ছিল ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা, আর ঢাকাকে নিরাপদ চাদরে নিয়ে আসা। এখন নিরাপদ চাদরে কিভাবে ঢাকবেন? সেটা করা যায় প্রতিটি বাড়িতে সিসি টিবি বসিয়ে, আর আমাদের প্রতি রাস্তায় একটি করে কমিটি করতে হবে। কামিটি আসলে কিছুনা, কমিটি হলে হৃদরোতা বাড়ে।