জনগণ যখন উন্নয়ন চিত্র উপলব্ধি করতে পারেন তখনই আসে উন্নয়নের স্বার্থকতা — স্পিকার
বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নে ও অবকাঠামোগত উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের জনগণ যখন এই উন্নয়নের সুবিধা ভোগ করেন এবং উন্নয়ন চিত্র উপলব্ধি করতে পারেন তখনই আসে উন্নয়নের স্বার্থকতা।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী আজ তাঁর নির্বাচনী এলাকা পীরগঞ্জের খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে বঙ্গমাতা পরিষদ রংপুর এর সহযোগিতায় পীরগঞ্জ উপজেলার এসএসসি পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
স্পিকার বলেন, তথ্যপ্রযুক্তির সাথে প্রান্তিক পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করতে সরকার ৪ হাজার ৫শ’টি ইউনিয়নে ডিজিটাল সেন্টার স্থাপন করেছে- যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে তথ্যপ্রযুক্তি সেবা। এছাড়াও শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে প্রতিটি বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব- যা তরুণ শিক্ষার্থীদের সংযুক্ত করবে বিশ্ব জ্ঞান ভা-ারের সাথে।
সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে কঠিন অধ্যবসায়ের মাধ্যমে প্রতিযোগিতার বিশ্বে মেধার স্বাক্ষর রাখতে শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, মেধার কোন বিকল্প নেই- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহিদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
স্পিকার আরো বলেন, বাংলাদেশ আজ অর্থনৈতিক সূচকে সফলভাবে এগিয়ে চলছে। মাথাপিছু আয় ১৬০৪ মার্কিন ডলার, শতকরা ৭ দশমিক ২৪ ভাগ প্রবৃদ্ধি, বৈদেশিক রেমিটেন্স বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষার প্রসার, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার হ্রাস, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, তিন হাজার মেগাওয়াট থেকে পনের হাজার মেগাওয়াটে বিদ্যুৎ উন্নীতকরণ সৌর বিদ্যুতের প্রসার, রাস্তাঘাট পাকাকরণ, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ সব বিষয়ে সফলতা অর্জন করে আজ বিশ্বদরবারে প্রশংসিত হয়েছে। জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে শেখ হাসিনা সরকার। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মানসম্মত যুগোপযোগী শিক্ষাব্যবস্থা সুসংহত করার মধ্য দিয়ে অচিরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।
এ পর্যায়ে স্পিকার পীরগঞ্জ উপজেলার এসএসসিতে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। এ সময় তিনি বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে যাদের সংবর্ধনা দেওয়া হলো, ভবিষ্যতে যেন তাদেরকে আরো বড় সংবর্ধনা দেওয়া যায় ও তারা যেন দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে– এ শুভ কামনা রইল।
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জের বাহাদুরপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সেবা গ্রহীতাদের সাথে কথা বলেন এবং গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরিচর্যা ও পুষ্টিমান নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করে বলেন মায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে সুস্থ সবল আগামী প্রজন্ম গঠন সম্ভব হবে। এছাড়াও তিনি রায়পুর ইউনিয়ন পরিষদ ও রায়পুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। স্পিকার এ সময় স্থানীয় নারীদের সাথে কুশলাদি বিনিময় করেন। পরে তিনি পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক সুধী সমাবেশে যোগ দেন এবং পীরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কেন্দ্রীয় শহিদ মিনার, দু’টি বিদ্যালয়ের একডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন সহ ২২টি ব্রিজ, কালভার্টের উদ্বোধন করেন। এ সময় তিনি সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এছাড়াও ভাষা ও সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।