প্রধান মেনু

জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আর তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী দিকনির্দেশনায় সরকার মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করছে। সরকার জনগণের ভাগ্য উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে সাগরদাঁড়ি ইউনিয়নে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

অনুষ্ঠানে ২শ ৩৭ জনকে বয়স্ক ভাতা, ৭২ জনকে বিধবা ভাতা ও ৭২ জনকে প্রতিবন্ধী ভাতার বই প্রদান করা হয়। প্রতিমন্ত্রী বলেন, সরকার সামাজিক নিরাপত্তা খাতকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। প্রতি বছর এই খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। তিনি বলেন, কেশবপুরে প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। যারা বিদ্যুৎ সংযোগ নিতে পারেননি তাদের জন্য সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। প্রতিমন্ত্রী এ সময় মেয়েদের বাল্যবিবাহ না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।