ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধি
মোঃ আশরাফুল ইসলাম
আগামী ২৪ জানুয়ারি ঢাকায় ছাত্রলীগের পুনর্মিলনী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।আজ সন্ধ্যায় আওয়ামী লীগ কার্যালয়ে জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল, সহ- সম্পাদক রুহুল আমিন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল হক। এসময় নেতারা ছাত্রলীগের পুনর্মিলনীতে বিগত সকল কমিটির ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান। এর আগে সিরাজগঞ্জ জেলার সকল উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন।