ছাত্রদলের আহবায়ক গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি
মোঃ খালিদ আল আজাদ
সিরাজগঞ্জ সদর থানা ছাত্রদলের
আহ্বায়ক গোলাম কিবরিয়া বরাদকে
(৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে পৌর এলাকার
মালশাপাড়া গ্রাম থেকে তাকে
গ্রেফতার করা হয়। গোলাম কিবরিয়া
সিরাজগঞ্জ পৌর এলাকার
মালশাপাড়া মহল্লার মৃত আব্দুল
জব্বারের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা হেলাল উদ্দিন জানান,
পুলিশের উপর হামলা ও সরকারী কাজে
বাঁধা দেয়ার অভিযোগে তাকে
গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে
গ্রেফতারী পরোয়ানা ছিল। আদালতের
মাধ্যমে তাকে জেল কারাগারে
পাঠানো হবে।
এদিকে ছাত্রদল নেতা বরাদের
গ্রেফতারের নিন্দা ও নিঃশর্ত মুক্তি
দাবি করেছেন সিরাজগঞ্জ জেলা
বিএনপির সভাপতি ও সাবেক সংসদ
সদস্য রুমানা মাহমুদ, জেলা ছাত্রদলের
আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ,
যুগ্ম-আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের
সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ-আল
কায়েস, যুগ্ম-আহ্বায়ক মুরাদুজ্জামান
মুরাদ।