চুুয়াডাঙ্গা হিজলগাড়ী – দর্শনা সড়কে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষ নিহত -১
চুয়াডাঙ্গার সদর উপজেলার দোস্তের জামে মসজিদের কাছে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আরিফ হোসেন (২৫) নিহত হয়েছে। এসময় তরিকুল ইসলাম (২৭) গুরুতর আহত হয়।
শনিবার বিকাল ৪টার সময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরিফ ঝিনাইদহ শহরের আরাপপুর খেজুরা এলাকার মৃত আজিবার রহমানের ছেলে। এসময় পিকআপ চালক বাবুকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আরিফ ও তরিকুল মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে দর্শনায় যাওয়ার পথে দোস্তের জামে মসজিদের কাছে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কলা বোঝাই পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে আরিফ ও তরিকুল ইসলাম গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় আরিফের মৃত্যু হয়। এঘটনায় ঘাতক পিকআপচালক বাবুকে পিকআপসহ আটক করেছে পুলিশ হিজলগাড়ি ফাড়ি পুলিশ ।
(সেলিম রেজা, চুয়াডাঙ্গা)