চুরি ঠেকাতে গফরগাঁওয়ে রাত জেগে পাহারা
শফিউর রহমান সেলিম,গফরগাঁও প্রতিনিধি:চুরি ও ছিনতাই ঠেকাতে গফরগাঁও পৌর শহরে অবস্থিত গফরগাঁও বাজার ব্যবসায়ীরা পালা করে রাত জেগে বাজার ও সড়কে পাহারা দিচ্ছেন। সম্প্রতি চুরি বৃদ্ধি পাওয়ায় স্বেচ্ছায় এই পাহারা-ব্যবস্থা চালু করেছেন গফরগাঁও বাজারের ব্যবসায়ীরা। রোববার রাত ১১টার পর স্বেচ্ছায় পাহারার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ডা. কে এম এহছান এডভোকেট, গফরগাঁও পৌরসভার কাউন্সিলর মসিউর রহমান কিরন, সামাজিক সংগঠন ৮৫ এর সভাপতি আব্দুল হামিদ বাচ্চু, মানবাধিকার কর্মী শহীদুল ইসলাম উজ্জল, গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক আব্দুছ ছালাম সবুজ প্রমুখ। পরে রাত ১২টার দিকে বাজার ঘুরে দেখা যায়, লাঠিসোঁটা, টর্চলাইট হাতে মানুষ বাজারের বিভিন্ন স্থানে পাহারা বসিয়েছেন ব্যবসায়ীরা। অপরিচিত কাউকে দেখলে তাঁর পরিচয় জেনে নিচ্ছেন। শহরের জামতলা মোড় থেকে শুরু করে মধ্যবাজার হয়ে পাবলিক হল মোড় পর্যন্ত চলছে ভ্রাম্যমাণ পাহারা।
উপজেলা দুপ্রক সভাপতি ডা. কে এম এহছান বলেন বাজারের পরিবেশ সুন্দর রাখার পাশাপাশি চুরি ঠেকাতে ব্যবসায়ীরা একত্রে আলোচনা করে পাহারার উদ্যোগ নেন। ব্যবসায়ীরা রাত ১১টার পরে থেকে ভোর পাঁচটা পর্যন্ত বাজার পাহারা দিবেন। সালটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক ঢালী বলেন, গফরগাঁও বাজারে সরকারি বেসরকারি ৬টি ব্যাংক, বড় বড় ৮টি বিপনী বিতানসহ ছোট-বড় অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি বাজারটিতে চুরি বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য পাহারার উদ্যোগ নিয়েছে। এতে বিপনী বিতানসহ সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ অনেকটা নিশ্চিন্ত থাকতে পারবেন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান বলেন, বাজার ব্যবসায়ীরা স্বেচ্ছায় রাত জেগে বাজার পাহারা দিচ্ছেন। তাদের চমৎকার উদ্যোগকে স্বাগত জানাই। তবে বাজার এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশও তৎপর রয়েছে।