চুয়া ডাঙ্গার রয়েল এক্সপ্রেসে নারী যাত্রীর শিলতাহানী আটক – ২
এন,ডি,এন ডেক্সঃ গতকাল রাজধানীর গাবতলী বাস টার্মিনালে চুয়াডাঙ্গা থেকে আগত রয়েল এক্সপ্রেসে এক নারী যাত্রীর শিরলতাহানীর ঘটনা ঘটে ।
নারী যাত্রী টি শুক্র বার রাতে ঢাকা গাবতলী আসার উদ্দেশ্যে রয়েল এক্সপ্রেসের গাড়িতে উঠে রউনা করেন । মাঝপথে গাড়ির সুপার ভাইজার ও হেল্পার সুযোগ বুঝে বিভিন্ন অশ্লীল কথা বার্তা বলে ।
এক পর্যায় তাদের আচরণ ভঙ্গী উদ্দেশ্য খারাপ দেখে নারী যাত্রী টি চিৎকার করলে । পাশে থাকা অন্য যাত্রীরা চলে এলে সুপার ভাইজার গাড়ী থেকে লাফিয়ে পালিয়ে যায় এবং হেল্পার ও ড্রাইভার কে আটকে গাবতলী নিয়ে আসে । যাত্রীরা
দারুসসালাম থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নারী টিকে উদ্ধার করে । গাড়ী ,ড্রাইভার ও হেল্পার কে আটক করে থানায় নিয়ে আসেন ।
ওসি,সেলিমুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে বলেন । এ বিষয় দারুসসালাম থানায় একটি মামলা (নং২৮)দায়ের করেন । নারী যাত্রীটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । রয়েল এক্সপ্রেস গাড়ী ঢাকা মেট্র-ব ১৪-৬৭৪১,আটক ড্রাইভার ও হেল্পার , সুপার ভাইজার লিংকন ওরফে মিল্টন পলাতক ।
গাবতলী পড়িবহনের যাত্রীদের সাথে কথা বললে যাত্রীরা ন্যায় বিচার দাবিকরে বলেন এরকম ঘটনা আর জেনো না ঘটে আসামিদের উপযুক্ত শাস্তির ও প্রশাসনের নজর দারি বারানোর দাবি করেন ।
এ ঘটনার বিষয়ে গাড়ির মালিক লোটাস সালাউদ্দিন সাথে যোগাযোগ করে কনো খোঁজ মিলেনি ।