চীনের জেডটিই বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে কাজ করতে চায়
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্ধসঢ়;মেদ পলক গতকাল স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এম ডাব্লিউ সি) অংশগ্রহণকারী আইসিটি ও টেলিকম খাতের চীনভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান জেডটিই এর চিফ এক্সিকিউটিভ অফিসার জুজিয়া ইয়াং এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জং হুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় বিশেষ করে বাংলাদেশের আইসিটি খাতসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। প্রতিমন্ত্রী আইসিটি খাতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- ও অগ্রগতি সম্পর্কে তাদের অবহিত করেন। জেডটিই এর কর্মকর্তাগণ বাংলাদেশের আইসিটিসহ বিভিন্ন খাতের অব্যাহত উন্নয়নের প্রশংসা করেন। তারা বাংলাদেশের আইসিটি খাতসহ বিভিন্ন খাতের উন্নয়নে অতীতের ন্যায় ভবিষ্যতেও কার্যকর অবদান রাখার অভিপ্রায় ব্যক্ত করেন।