প্রধান মেনু

চিলমারীতে প্রাথমিক স্কুল ষ্টুডেন্ট কউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ গতকাল বুধবার সারাদেশের মতো কুড়িগ্রামের চিলমারীতে ৯৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।মোট ভোটার সংখ্যা ছিল ১৩হাজার ৯৫০ জন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একযোগে সকল স্কুলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা এই নির্বাচনে অংশ গ্রহণ করে। গণতান্ত্রিক পদ্ধতিতে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিটি স্কুলের জন্য পৃথক পৃথক ভাবে ৭ সদস্যের স্টুডেন্ট কাউন্সিল গঠণ করা হয়। সকালে বেশ ক’টি কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সামছুজ্জোহা ও প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম।