প্রধান মেনু

চিফ হুইপের সাথে বিদেশি সাংবাদিকদের সাক্ষাৎ

আজ জাতীয় সংসদ ভবনে ‘ভিজিট বাংলাদেশ’ প্রোগ্রামের আওতায় ৫ জন বিদেশি সাংবাদিক জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তাঁরা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজ নিজ দেশের পার্লামেন্টারি সিস্টেম ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করেন।
সাক্ষাৎকালে সাংবাদিকগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং চিফ হুইপ মুক্তিযুদ্ধের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাবলী তুলে ধরেন। তিনি এসময় আরো বলেন বাংলাদেশ জাতীয় সংসদে বর্তমানে ৩০০ জন সদস্য সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন এবং ৫০টি সংরক্ষিত মহিলা আসন রয়েছে। অতিথি সাংবাদিকগণ বাংলাদেশের বর্তমান অব্যাহত উন্নয়নের বিষয়ে বর্তমান সরকারের প্রশংসা করেন।