চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এবং বিমান পরিবহন মন্ত্রীর শোক
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আজ পৃথক শোকবার্তায় তাঁরা বলেন, আনোয়ার হোসেন ছিলেন বাংলাদেশের অন্যতম সেরা আলোকচিত্রী ও সিনেমাটোগ্রাফার। তাঁর কর্ম ও সৃজনশীলতার মাধ্যমে দেশে-বিদেশে প্রচুর সুনাম অর্জন করেছেন। বাংলাদেশের মানুষ বিশেষ করে শিল্পবোদ্ধা সংস্কৃতিমনস্ক মানুষ তাঁকে দীর্ঘদিন স্মরণ রাখবে।