চিকিৎসা সেবা প্রার্থীদের আন্তরিকভাবে সেবা প্রদান করতে হবে—-জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মেহেরপুর, ২৭ কার্তিক (১২ নভেম্বর) : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, হাসপাতালে যারা সেবা নিতে আসে তাদেরকে আন্তরিকভাবে সেবা প্রদান করতে হবে। সেবাপ্রার্থীরা যাতে যথাযথ চিকিৎসা পায় তা নিশ্চিত করতে হবে।
আজ মেহেরপুরে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী একথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার চিকিৎসা সেবার উন্নয়নে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। রোগীরা যেন যথাযথ সেবা পায় সেজন্য হাসপাতালের যন্ত্রপাতির মান বৃদ্ধি করা হয়েছে। চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষভাবে গড়ে তোলা হচ্ছে। তাই এ সকল সুবিধা যেন সেবা-প্রার্থীরা যথাযথভাবে পায় সেজন্য চিকিৎসকদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন আমাদের লক্ষ্য মেহেরপুরকে একটি উন্নত জনপদে পরিণত করা। এই লক্ষ্য অর্জনের জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।
মেহেরপুরের জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।