চিকিৎসা সেবায় আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান পরিকল্পনা মন্ত্রীর

চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আজ ঢাকায় অষ্টম জয়েন্ট মনিটরিং মিশন ২০১৯ উপলক্ষে আয়োজিত StakeholderÕs Meeting to Review the Progress Towards End TB in Bangladesh বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, ‘আমি গ্রামের মানুষ, হাওড়ে বেড়ে উঠেছি। প্রতি সপ্তাহে আমি গ্রামে যাই। একটি বিষয়ে আমি খুব কষ্ট পাই, দুঃখ পাই। গ্রাম-ইউনিয়ন-উপজেলা পর্যায়ে ডাক্তার থাকে না।
শুধু ডাক্তার নয় তাদের সহকারীরাও থাকে না। অথচ সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো চমৎকারভাবে নির্মাণ করেছে। এগুলোর পরিবেশও ভালো। অথচ গ্রামের মানুষ চিকিৎসা পাচ্ছেন না। এ বিষয়টাতে আরো নজর দিতে হবে, আরো দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।’ তিনি আরো বলেন, ‘চিকিৎসা সেবার কাজটা জীবন-মরণের প্রশ্ন। জীবন একবার চলে গেলে আর শত চেষ্টা করেও ফিরে আসবে না। তাই অনুরোধ করছি, নিজের দায়িত্বটা পালন করুন।’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গ্লোবাল টিবি প্রোগ্রামের পরিচালক ড. তেরেজা কাসাইবা (Dr. Tereza Kasaeva) .