চিকিৎসকদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেছেন। তিনি আজ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশনা প্রদান করেন। সভার শুরুতে তিনি পুরান ঢাকার চকবাজারে মর্মান্তিক অগ্নিকা-ে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা সেবা প্রাপ্তি মানুষের একটি মৌলিক অধিকার।
তাই রোগীদের সঠিক সেবা নিশ্চিতকল্পে চিকিৎসক ও নার্সদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিক ও উন্নত সুযোগ সুবিধা সংবলিত একটি পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এর পর প্রতিমন্ত্রী ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন করেন। তিনি অচিরেই হাসপাতালে সিসিইউ ও আইসিইউ চালু করা হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। হাসপাতালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত জনবল নিয়োগের বিষয়ে প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। সভায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আমির হোসেন রাহাত, হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ আব্দুল কাদির সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।