প্রধান মেনু

চালু হল মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এন্ড টু এন্ড কাস্টমস এন্ড ইমিগ্রেশন সার্ভিস

আজ থেকে চালু হল ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের

এন্ড টু এন্ড কাস্টমস এন্ড ইমিগ্রেশন সার্ভিস। গতকাল বাংলাদেশ ও ভারতের

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সার্ভিসের উদ্বোধন করেন। আজ

সকালে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে এই সার্ভিস দেখতে যান রেলপথমন্ত্রী

মোঃ মুজিবুল হক।

রেলমন্ত্রী এ সময় সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায়

রেলখাত এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ট্রেন ছাড়ার প্রান্ত এবং শেষে

কাস্টমস এবং ইমিগ্রেশন কার্যাদি সম্পন্ন হচ্ছে। এতে করে যাত্রার সময় ২ ঘন্টা

কম লাগবে। যাত্রীদের হয়রানিও কমে যাবে। ফলে ট্রেন যাত্রীরা স্বাচ্ছন্দে ঢাকা-কলকাতা

এবং খুলনা-কলকাতা আসা যাওয়া করতে পারবে বলে তিনি এ সময় উল্লেখ করেন।

তিনি পরে যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং ফুলের স্টিক দ্বারা শুভেচ্ছা

জানান।

মৈত্রী ট্রেন বর্তমানে সপ্তাহে ৬ দিন ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করছে।

বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ। এন্ড টু এন্ড ইমিগ্রেশন এন্ড কাস্টমস সার্ভিস

চালুর প্রথম দিনেই ট্রেনের ৪৫৬টি আসনের সবগুলোই বিক্রি হয়েছে বলে রেলওয়ের

পক্ষ থেকে জানানো হয়।

এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন, রেলপথ

মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে এবং কাস্টমসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।