চাই স্বাস্থ্যবান্ধব কৃষি, নিরাপদ খাদ্য — তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সুস্থ জাতি গড়তে স্বাস্থ্যবান্ধব কৃষি ও নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। আর এজন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকল সংস্থাকে আরো এগিয়ে আসতে হবে।
মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে নিরাপদ খাদ্য ব্যবস্থায় বিনিয়োগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বেসরকারি সংস্থা বাংলাদেশ সেফ এগ্রো ফুড ইফোর্টস (বিসেফ) ফাউন্ডেশন ও উন্নয়ন ধারা যৌথভাবে এর আয়োজন করে।
মন্ত্রী বলেন, সাশ্রয়ী মূল্যে নিরাপদ উপকরণ ব্যবহার করে পুষ্টিসম্মত কৃষিপণ্যের উৎপাদন বাড়াতে যে অর্থায়ন ও গবেষণা প্রয়োজন সেদিকে লক্ষ্য রাখা দরকার। মনে রাখতে হবে খাদ্যকে নিরাপদ করতে জমির স্বাস্থ্যরক্ষা আবশ্যক। জাতির পিতা দেশে কৃষি বিপ্লবের সূচনা করেছেন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে রাষ্ট্রের ভূমিকা নতুন করে নির্ধারণ করেছেন বলেই নিরাপদ খাদ্য অধিকার ও স্বাস্থ্যবান্ধব কৃষি পদ্ধতি বাস্তবায়নে সরকার অগ্রণী ভূমিকা নিয়েছে।
কৃষি বিজ্ঞানী ড. জয়নুল আবেদীনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় হুইপ ও কৃষি মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নূরুল ইসলাম ওমর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ওয়ারেছ কবীর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার খাদ্য নিরাপত্তা কর্মসূচির জ্যেষ্ঠ জাতীয় পরামর্শক অধ্যাপক ডা. শাহ মুনির হোসেন। অন্যান্যের মধ্যে ড. এস এম মনোয়ার হোসেন, অধ্যাপক ড. লতিফুর বারী, ড. মোঃ রফিকুল ইসলাম নির্ধারিত আলোচনায় অংশ নেন। কৃষিবিদ শহীদুল ইসলাম সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।