প্রধান মেনু

চট্টগ্রাম বন্দরের সাথে দক্ষিণ আফ্রিকা ও মরক্কোর বন্দরগুলোতে সরাসরি জাহাজ চলাচল করবে — নৌপরিবহণ মন্ত্রী

ঢাকা, ১১ মাঘ (২৪ জানুয়ারি) : নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকার ডারবান ও কেপটাউন এবং মরক্কোর তানজের মেড পোর্ট পরিদর্শন শেষে আজ দেশে ফিরেছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে দক্ষিণ আফ্রিকার ডারবান ও কেপটাউন এবং মরক্কোর তানজের মেড পোর্টের মধ্যে সরাসরি জাহাজ চলাচল করবে। এরই সাথে দক্ষিণ আফ্রিকা ও মরক্কোর বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দরকে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করবে। এ লক্ষ্যে তিনটি দেশের বন্দর কর্তৃপক্ষ শীঘ্রই সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।

দক্ষিণ আফ্রিকা ও মরক্কোর বন্দরগুলোর সাথে চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ যোগাযোগ হলে সময় এবং খরচ অনেক কমে যাবে। এতে ব্যবসায়ীরা লাভবান হবেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন বেগবান হবে। প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকার পরিবহণ মন্ত্রী ও মরক্কোর পরিবহণ মন্ত্রীর সাথেও স্বাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে সংসদীয় স্থায়ী কমিটির কয়েকজন সদস্য, নৌপরিবহণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর ও পায়রা বন্দর কর্তৃপক্ষেরকর্মকর্তা ছিলেন। উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের সাথে বিশ্বের উন্নত বন্দরসমূহের সম্পর্ক স্থাপন এবং অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে নৌপরিবহণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধিদল গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।