প্রধান মেনু

চট্টগ্রামে স্মার্টকার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা আজ চট্টগ্রাম সার্কিট হাউসে স্মার্টকার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং সাংবাদিক আবুল মোমেনসহ অন্যদের হাতে স্মার্টকার্ড তুলে দেন সিইসি।
প্রধান অতিথির বক্তৃতায় সিইসি বলেন, স্মার্টকার্ডে ৩২টির অধিক নিরাপত্তা থাকবে। এ স্মার্টকার্ড জাতীয় পরিচয়পত্রের চেয়ে অনেক বেশি স্থায়ী ও টেকসই। এটি সহজে নকল করা যাবে না। স্মার্টকার্ডে চিপ এবং দু’টি বারকোড মেশিন রিডেবল জোন (এমআরজেড) এ তিনটি স্তর থাকবে।
প্রথম পর্যায়ে চট্টগ্রামে ডবলমুরিং ও কোতোয়ালী থানার ভোটারদের হাতে স্মার্টকার্ড বিতরণ করা হবে। ডবলমুরিং থানায় ৪ লাখ ৬৬৬ জন ও কোতোয়ালী থানায় ২ লাখ ২৮ হাজার ৯২৬ জন ভোটার রয়েছে। স্মার্টকার্ড দেওয়ার আগে প্রত্যেকের বর্তমান জাতীয় পরিচয়পত্র জমা নেওয়া হবে। স্মার্টকার্ডের জন্য ১০ আঙ্গুলের ছাপসহ ডিজিটাল ডিভাইসের মাধ্যমে চোখের মনির ছবি সংগ্রহ করা হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসকের সভাপতিত্বে অন্যদের মধ্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ্ বক্তৃতা করেন।