প্রধান মেনু

চট্টগ্রামে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা পালিত

চট্টগ্রাম, ৩ আষাঢ় (১৭ জুন): পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আজ সারা দেশের ন্যায় চট্টগ্রামে মুসলিম সম্প্রদায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালন করেছে।

চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে ১ম ও ২য় জামাত অনুষ্ঠিত হয়। আত্মশুদ্ধির লক্ষ্যে পশু কোরবানির মাধ্যমে প্রতিটি মুহূর্ত উৎসাহ উদ্দীপনায় ও আনন্দ উচ্ছ্বাসে ব্যস্ত সময় পার করেছে নগরবাসী।

ঈদের প্রথম জামাতে সাধারণ মুসল্লিদের পাশাপাশি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জমিয়তুল ফালাহ জামে মসজিদে নামাজ আদায় করেন এবং নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, কুরবানির তাৎপর্য হচ্ছে মনের পশুকে কুরবানি দেয়া। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় মহান আল্লাহর কাছে তিনি দোয়া প্রার্থনা করেন।