প্রধান মেনু

চকবাজারে অগ্নিকান্ডের ঘটনায় বাসদ’র উদ্যোগে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ রাজধানীর চকবাজারে আগুনে পুড়ে লোকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রংপুরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী) উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। রবিবার সকাল ১১ টায় রংপুর প্রেসক্লাবের সামনে জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু রায়হান বকসী, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, কারমাইকেল কলেজ শাখার আহ্বায়ক অসীমা রায় লিপি, শ্রমিক কর্মচারী ফেডারেশন ও সংগঠক সুমন মিয়া প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, ২০১০ সালের নিমতলীর ঘটনা থেকে সরকার শিক্ষা নিলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটত না। দীর্ঘ ৯ বছর পূর্বে দেওয়া সুপারিশের কোন বাস্তাবায়ন করেনি বরং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও তাদের ভোটব্যাংক যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে তাদের দৃষ্টি ছিল। মুনাফাখোরদের কাছে সাধারণ মানুষের জীবনের কোন মূল্য নাই। এ জন্য প্রতিনিয়ত মৃত্যুর মিছিল বাড়ছে। তারা আরও বলেন, এই ঘটনার জন্য ৬টি তদন্ত কমিটি হয়েছে। এরই মধ্যে শিল্প মন্ত্রনালয়ের গঠিত তদন্ত কমিটি মালিকদের বাঁচানোর জন্য এবং নিজেদের দায় এড়ানোর জন্য তদন্ত শেষ হওয়ার পূর্বেই সেখানে রাসায়নিক কারখানা ছিল না বলে মত দিয়েছে। নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা জানান এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিচার এবং আবাসিক এলাকা থেকে দাহ্য রাসায়নিক গুদাম ও প্লাস্টিক কারখানা সরানোর দাবী জানা।