প্রধান মেনু

চকবাজারের কেমিকেল গোডাউনগুলো ঢাকার অদূরে স্থানান্তর করা হবে–শিল্পমন্ত্রী

পুরান ঢাকার চকবাজারে অবস্থিত কেমিকেল গোডাউনগুলোর জন্য ঢাকার নিকটবর্তী কোনো জায়গায় আগামী ৬ মাসের মধ্যে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে এ কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা পরবর্তী আশু করণীয় নির্ধারণ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্বকালে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আজ একথা বলেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুল হালিম এ সময় উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, নতুন স্থানে যাতে ঘন জনবসতি গড়ে না ওঠে সেজন্য লোকালয় ও জনপথ থেকে কিছুটা দূরবর্তী কোনো জায়গায় চকবাজারের কেমিকেল গোডাউনগুলোর জন্য স্থান নির্ধারণ করা হবে।

সভায় শিল্প প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়সহ সংশ্লিষ্ট সকলে পূর্ব থেকে সচেতন হলে এই দুর্ঘটনা এড়ানো যেতো। এখন সকলকে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি বলেন, পুরান ঢাকার রাস্তাঘাট প্রসারিত করা অত্যন্ত জরুরি। একাজে রাজউককে দ্রুত এগিয়ে আসতে হবে। শিল্প মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরসমূহ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজউক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জাতীয় রাজস্ব বোর্ড, পরিবেশ অধিদপ্তর, ঢাকা ওয়াসা ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এবং এফবিসিসিআইসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।