প্রধান মেনু

চকবাজারের অগ্নি দুর্ঘটনা নিহতদের ২৫ জন শ্রমিক বলে নিশ্চিত করেছে তালিকা প্রণয়ন কমিটি

চকবাজারের ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় নিহত-আহতদের মধ্যে ৩৫ জন বিভিন্ন পেশায় কর্মরত শ্রমিক ছিলেন বলে নিশ্চিত করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে অগ্নি দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের জন্য গঠিত চার সদস্যের কমিটি। কমিটির তথ্যমতে, মর্মান্তিক এ অগ্নি দুর্ঘটনায় বিভিন্ন পেশায় নিয়োজিত ২৫ জন শ্রমিক নিহত এবং ১০ জন শ্রমিক আহত হন। দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করে নিহত শ্রমিকদের এক লাখ এবং আহত শ্রমিকদের পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেন।

শ্রমঘন এলাকায় অগ্নি দুর্ঘটনা সংঘটিত হওয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশে ২২ ফেব্রুয়ারি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক জাকির হোসেনকে আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটি গঠন করে মন্ত্রণালয়। কমিটির সদস্যগণ ঢাকা মেডিকেলের সাথে সমন্বিতভাবে কাজ করে শ্রমিকদের পরিচিতি নিশ্চিত হয়ে মন্ত্রণালয়ে তালিকা প্রেরণ করেন। সে মোতাবেক গতকাল সন্ধ্যায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খানকে সাথে নিয়ে আহত শ্রমিকদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যান।

প্রতিমন্ত্রী চিকিৎসাধীন শ্রমিকদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৭ জন শ্রমিকের স্বজনদের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে চিকিৎসা সহায়তা হিসেবে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট সাড়ে তিন লাখ টাকার চেক প্রদান করেন। অন্য মেডিকেলে চিকিৎসাধীন ৩ জন আহত শ্রমিকের আর্থিক সহায়তার চেক দুই/এক দিনের মধ্যে প্রদান করা হবে।নিহত ২৫ জন শ্রমিকের ২২ জনই বিভিন্ন কারখানা, প্রতিষ্ঠান ও দোকান কর্মচারী, ২ জন রিকশা-ভ্যান চালক এবং ১ জন হকার। নিহত ২৫ জন শ্রমিকের আর্থিক সহায়তার চেক দ্রুতই প্রদান করা হবে বলে শ্রম প্রতিমন্ত্রী জানান।