ঘোড়াঘাট উপজেলা হাসপাতালে চিকিৎসক সংকটে স্বাস্থ্য সেবা পাচ্ছেনা রোগীরা।
মোঃ ইয়ামিন সরকার, নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা হাসপাতালে মাত্র ৪ জন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা সেবা। প্রায় সাড়ে তিন লাখ মানুষ স্বাস্থ্য সেবা না পেয়ে ও অবহেলার কারনে অনেক রোগী ফেরত যেতে বাধ্য হচ্ছে। বিশেষ করে হঠাৎ আবহাওয়া পরিবর্তন ও সকাল রাতে শীত আর দুপুরে গরমজনিত কারনে রোগীর সংখ্যা বেশী হওয়ায় হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এ বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটি বর্তমানে ৫০ শয্যায় উন্নতকরণ করা হয়েছে।
হাসপাতাটি ৫০ শয্যায় উন্নত করে উদ্বোধন করা হলেও বর্তমানে এর কার্যক্রম বন্ধ। এসব নানাবিধ সমস্যার কারণে ঘোড়াঘাট উপজেলা হাসপাতালে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে ঘোড়াঘাট উপজেলাসহ পার্শ্ববর্তী আরো কয়েকটি উপজেলার হতদরিদ্র মানুষ। ঘোড়াঘাট হাসপাতালে ৯ জন চিকিৎসক ও ৪টি উপস্বাস্থ্য কেন্দ্রের ৪ জন চিকিৎসক মোট ১৩ জন এমবিবিএস চিকিৎসকের পদ রয়েছে। তার মধ্যে বর্তমানে কর্মরত ৬ জন থাকলেও এদের মধ্যে ১ জন রয়েছেন ডিপুটেশনে ও ১ জন রয়েছেন ছুটিতে। ফলে কর্মস্থলে উপস্থিত আছেন ৪ জন চিকিৎসক। বাকি পদগুলো দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ জানান, হাসপাতালে শুধু ঘোড়াঘাট উপজেলার নয়, পাশ্ববর্তী পলাশবাড়ী, নবাবগঞ্জ, পীরগঞ্জ, গোবিন্দগঞ্জ সহ পাচঁবিবি উপজেলার রোগীরা প্রতিনিয়ত চিকিৎসা সেবা নিতে আসেন। যার ফলে আউটডোর বা জরুরী বিভাগে এত বেশি রোগীর ভিড়।
প্রায় সাড়ে তিন লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে ৫০ শয্যা হাসপাতালটির কার্যক্রক শুরু ও সরকারি বিধি অনুসারে শূন্য পদ সাপেক্ষে চিকিৎসক নিয়োগ দেওয়া হলে এ সমস্যা আর থাকবেনা। আশা করি পর্যাপ্ত স্বাস্থ্য সেবা পাবে রোগীরা ।