এতে আগষ্টিনা অতিষ্ট হয়ে তার পিতাকে বিষয়টি জানালে তার পিতা ওই যুবককে এই ধরনের আচরন থেকে বিরত থাকতে নিষেধ করেন এবং বিবাহের প্রস্তাব প্রত্যাখান করেন। এতে যুবক শিবলাল সরেন ক্ষিপ্ত হয়ে অপহরনের হুমকী দেয়।
এক পর্যায়ে গত বৃহস্পতিবার আগষ্টিনা বিকালে বিদ্যালয় থেকে প্রাইভেট পড়ে আসার পথে শিবলাল সরেন ও অপর এক অজ্ঞাত আরোহীর মটর সাইকেল যোগে তাকে অপহরন করে নিয়ে যায়।
এ ব্যাপারে আগষ্টিনার পিতা বাদী হয়ে অপরহনকারী ও তার পিতাসহ ২জনকে আসামী করে রবিবার ঘোড়াঘাট থানায় এজাহার দাখিল করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত ওই ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
আব্দুল কাদের ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি