ঘোড়াঘাটে নব-নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা
আব্দুল কাদের, (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার বিকালে উপজেলার ওসমানপুর বাজার ব্যবসায়ী সমিতির উদ্দ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ গোপাল চন্দ্র সরকারের সঞ্চালনায় ব্যবসায়ী আলহাজ্ব ছামছুল আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুস ছাত্তার মিলন, ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুসিনা সরেন, অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান ভূট্টু, ওসমানপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লাল মিয়া ও আসাদুজ্জামান সহ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।