প্রধান মেনু

ঘূর্ণিঝড় মোরায় নিখোঁজ জেলে পরিবারের প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সমবেদনা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম, ঘূর্ণিঝড় মোরায় সমুদ্রে নিখোঁজ জেলেদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আজ কক্সবাজারের মহেশখালী উপজেলার চরপাড়া মাঠ ও কুতুবদুম ইউনিয়ন পরিষদ মাঠে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ বিতরণকালে এ সমবেদনা প্রকাশ করেন।
ঘূর্ণিঝড় মোরায় ভারতীয় নৌবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড কিছু জেলেকে গভীর সমুদ্র থেকে উদ্ধার করে এবং কিছু জেলে নিখোঁজ হয়। আবহাওয়াবার্তা না জেনে সমুদ্রে য্ওায়া অথবা আবহ্ওায়াবার্তাকে অবহেলা করে সমুদ্রে য্ওায়াকে কারণ হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। কোন নৌকার মালিক কিংবা মাছ ব্যবসায়ী চাপ প্রয়োগ করে জেলেদের গভীর সমুদ্রে পাঠিয়েছে কিনা অথবা গভীর সমুদ্র থেকে আসতে নিষেধ করেছে কিনা, তা তদন্ত করে দেখার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
মন্ত্রী বলেন, জেলেদেরকে প্রতিদিন ৩ বেলা আবহাওয়াবার্তা জেনে সমুদ্রে মাছ ধরতে যেতে হবে। সম্পদের চেয়ে জীবনের মূল্যকে অগ্রাধিকার দিতে হবে। নৌকার মালিক ও মাছ ব্যবসায়ীদেরকে গভীর সমুদ্রে মাছ ধরার সময় আবহ্ওায়া বিষয়ে আরো সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।
এ সময় তিনি চরপাড়া মাঠে ১ হাজার ৪শ’ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করেন। কুতুবদুম মাঠে ৫শ’ পরিবারকে চাল বিতরণ, ১৩০ পরিবারকে ১ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান এবং ১০ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেন। উক্ত পরিবারের মধ্যে যে সমস্ত পরিবারের ঘরবাড়ি ভেঙে গেছে তাদের সবার ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন তিনি। এছাড়া তিনি নিখোঁজ জেলেদের ২৫ পরিবারের মধ্যে ১ মণ করে চাল বিতরণ করেন। স্থানীয় সংসদ সদস্য আতিক উল্লাহ রফিক, দুর্যোগ ব্যবস্থাপনা ্ও ত্রাণ সচিব মোঃ শাহ কামাল ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা এ সময় বক্তব্য রাখেন।