প্রধান মেনু

গ্লোবাল মোবাইল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড পেল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

‘গ্লোবাল মোবাইল গভর্নমেন্ট (এমগভ) অ্যাওয়ার্ড ২০১৭’ (Global mobileGov Award 2017) পেয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এই সম্মানজনক পুরস্কারটি বিশ্বব্যাপী মোবাইল ফোনভিত্তিক প্রযুক্তির অগ্রগতি এবং এর উন্নয়ন সম্পর্কিত জ্ঞানের আদান প্রদানকে উৎসাহিত করতে প্রদান করা হয়। মোবাইলের মাধ্যমে নাগরিক সেবা প্রদানের উদ্দেশ্যে তৈরিকৃত বড় ধরণের উদ্ভাবনকে উৎসাহিত করার পাশাপাশি মোবাইলের মাধ্যমে নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে নির্মিত সর্বশেষ প্রযুক্তির সমন্বয়, জনকল্যাণে মোবাইল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি এবং বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সংস্থা, ব্যবসায়ী এবং জনগণকে মোবাইল সেবা ও প্রযুক্তির ব্যাপারে উৎসাহ প্রদান করা প্রভৃতি উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করে বিশ্বখ্যাত স৪ষরভব.ড়ৎম।
গতকাল বাংলাদেশ সময় রাত ৮ টায় যুক্তরাজ্যের ব্রাইটনে অনুষ্ঠিত সামিটে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশ সরকার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম। পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, ‘তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে এমন দেশ কমই আছে যারা নাগরিক সেবা প্রদানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে। অন্যদিকে বাংলাদেশ সরকার ২০২১ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে অনেক আগে থেকেই বিভিন্ন সেক্টরে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু করে দিয়েছে এবং এক্ষেত্রে বাংলাদেশের অর্জন নজর কাড়ার মতো। তাই বলা যায়, ডিজিটাল বাংলাদেশ এখন শুধু একটা টার্গেট নয়, এটা পুরো বাংলাদেশের ভিশন’।
পুরস্কার প্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি খাতে আমরা লিপফ্রগ (Leapfrog) কার্যক্রম বাস্তবায়ন করে চলেছি। আমরা সরকারি সেবার অধিকাংশই মোবাইলের মাধ্যমে জনগণকে পৌঁছে দিতে কাজ করছি। আগামী ২০২১ সালের মধ্যে সরকারের ৯০ শতাংশ সেবা ডিজিটালাইজ করার যে পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, সে পরিকল্পনা মোতাবেক অধিকাংশ সরকারি সেবা মোবাইলভিত্তিক করতে আমরা ‘স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেইম এন্ড এপ্লিকেশন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। এসব উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশকে ই-গভর্নেন্স থেকে এম-গভর্নেন্সের দিকে এগিয়ে নিচ্ছি বলেই আইসিটি ডিভিশন এ বছর এ পুরস্কার পেল।
গত ৭ হতে ৯ মে পর্যন্ত যুক্তরাজ্যের ব্রাইটনে তিন দিনের মোবাইল গভর্নমেন্ট ওয়ার্ল্ড সামিট-২০১৭ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ বছর ‘জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি’ এই কর্মসূচির জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে প্রথম পুরস্কারের জন্য নির্বাচন করেছে এমগভ অ্যাওয়ার্ড কমিটি। এ বছর সারা বিশে^র একশ’রও বেশি মোবাইলভিত্তিক উদ্যোগ মনোনয়ন জমা পড়ে এবং বিচারকদের নির্বাচিত চূড়ান্ত প্রতিযোগিতায় ১৫ টি দেশের বিভিন্ন উদ্যোগকে পেছনে ফেলে বাংলাদেশ বিজয়ী হয়। এই পুরষ্কারের জন্য অন্যান্য প্রতিযোগী দেশের মধ্যে ছিল দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেপাল, রাশিয়া, তুরস্ক, চিলি, কলাম্বিয়া, স্লোভাকিয়া, ভারত, দুবাই প্রভৃতি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পুরস্কার গ্রহণকালে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মোঃ নাজমুল কাওনাইন।