গ্রামীণ উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরাণিত করে -এলজিআরডি মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, প্রতিটি গ্রামে বিদ্যুৎ ও জ¦ালানি পৌঁছে দেয়া এবং রাস্তাঘাট উন্নয়নের মাধ্যমে গ্রাম শহরে পরিণত হবে। সেই সাথে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত হবে এবং গ্রামীণ উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরাণি¦ত করবে। মন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) আয়োজিত ‘ঝঢ়ৎবধফরহম ঊয়ঁরঃধনষব উবাবষড়ঢ়সবহঃ রহ ঃযব ঈড়ঁহঃৎুংরফব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সেমিনারে জার্মান বিশেষজ্ঞ রালফ সুচটার টেকসই গ্রামীণ উন্নয়ন, বিভিন্ন সেবা বিকেন্দ্রীকরণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাধ্যমে টেকসই গ্রামীণ উন্নয়ন বিষয়ে আলোকপাত করেন।
তিনি জার্মানির উদাহরণ দিয়ে বলেন,আজকের পর্যায়ে পৌঁছাতে জার্মানির প্রায় ২০০ বছর লেগেছে। তিনি আরো বলেন, গ্রামীণ উন্নয়ন নগরের উপর চাপ কমায় ও দেশের সুষম উন্নয়নে সহায়তা করে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে উল্লেখ করে তিনি উন্নয়নের এ ধারা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সংসদ সদস্য সালমান এফ রহমান। কঋড বাংলাদেশ’র পরিচালক অনির্বাণ কুন্ডু, মোহাম্মাদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক এবং এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এ সময় উপস্থিত ছিলেন।