গ্রাউন্ড হ্যান্ডলিং রেগুলেশন প্রণয়নে আট সদস্যের কমিটি গঠন
বাংলাদেশের বিভিন্ন বিমান বন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং রেগুলেশন প্রণয়নের লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরক্তি সচিব (বিমান ও সিভিল এভিয়েশন) এএইচএম জিয়াউল হককে আহ্বায়ক করে আট সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। কমিটিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, কাস্টমস, এনবিআর, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, প্রাইভেট এয়ারলাইন্স ও প্রাইভেট (কার্গো) এয়ারলাইন্সের প্রতিনিধিবৃন্দ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন। ইতোমধ্যে পাস হওয়া সিভিল কর্তৃপক্ষ আইনের আওতায় এ রেগুলেশন প্রণীত হবে।
আজ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে গ্রাউন্ড হ্যান্ডলিং রেগুলেশন প্রণয়ন সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক, অতিরিক্ত সচিব এএইচএম আবুল হাসনাতসহ সিভিল এভিয়েশন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, প্রাইভেট এয়ারলাইন্সসহ বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধি উপস্থিত ছিলেন।