প্রধান মেনু

গোপালগঞ্জ সাইন্স এন্ড টেকনোলজি কলেজে স্কিলস কম্পিটিশন

গোপালগঞ্জ প্রতিনিধি,
গোপালগঞ্জ সাইন্স এন্ড টেকনোলজি কলেজে স্কিলস কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় স্কিলস কম্পিটিশনের উদ্বোধন করেন হাজী লালমিয়া সিটি কলেজের অধ্যক্ষ পলাশ কুমার বিশ^াস।
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে গোপালগঞ্জ সাইন্স এন্ড টেকনোলজি কলেজ আয়োজিত স্কিলস কম্পিটিশনে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত ০৯ টি উদ্ভাবন প্রকল্প মূল্যায়নের জন্য উপস্থাপন করা হয়। এতে ইলেকট্রিক্যাল, কম্পিউটার, টেক্সটাইল, সিভিল বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রির সভাপতি মো. মোশারেফ হোসেন, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কম্পিউটার বিভাগ প্রধান প্রকৌশলী নিরঞ্জন রায়, বি এম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ আবুসাইদ। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন গোপালগঞ্জ সাইন্স এন্ড টেকনোলজি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী শরীফ মোমরেজ আলী।
স্কিলস কম্পিটিশন শেষে বিজয়ী শিক্ষার্থী ও বিভিাগের নাম ঘোষণা করা হয়।
নির্বাচিত উদ্ভাবন প্রকল্পের দ্বিতীয় পর্ব আঞ্চলিক পর্যায় আগামী ১৮ নভেম্বর ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এবং ১৩টি অঞ্চলের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা থেকে নির্বাচিত ৫১টি উদ্ভাবন প্রকল্প জাতীয় পর্যায় আগামী ৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।