গোপালগঞ্জে ৪৫ দিন ব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন
গোপালগঞ্জে ৪৫ দিন ব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট ষ্টেডিয়াম সংলগ্ন আউটার ষ্টেডিয়ামে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম।
জেলা প্রশাসনের সহযোগিতায় গোপালগঞ্জ চেম্বার অব কমার্স আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোখলেসুর রহমান সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধূরী এমদাদুল হক, এফবিসিসিআইর পরিচালক শেখ ফজলে ফাহিম, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু।
গোপালগঞ্জ চেম্বারের সভাপতি এ্যাড. কাজী জিন্নাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বারের সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ, পরিচালক মোঃ রফিকুল ইসলাম মিটু, আলমিুজ্জামান বিটু সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
মেলায় গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলার কুটির ও বৃহৎ শিল্পে উৎপাদিত পণ্যের ১২০ টি স্টল বসেছে।
(গোপালগঞ্জ জেলা সংবাদদাতা)