গোপালগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

গোপালগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ বিভাগ, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের আয়োজনে শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ।
পরে নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি-সুস্থ সবল মেধাবী জাতি এ প্রতিপাদ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারে সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান ও পৌর মেয়র কাজী লিয়াক আলী।
(এস এম সাব্বির, গোপালগঞ্জ)