প্রধান মেনু

গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাকে হত্যা

 নিজস্ব প্রতিনিধি গোপালগঞ্জ:গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলার মনিরামকান্দি গ্রামের বীরমুক্তিযোদ্ধা ইদ্দিস আলী শেখ(৭০) কে হত্যার করা হয়েছে।এলাকাবাসি সূএে, জানা যায় গত ৩জুন রবিবার বিকাল ৩টায় মুকসেদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মনিরামকান্দি গ্রামের মাদ্রাসা সংলগ্ন এলাকায় ভ্যান চালক সবুজ ও আলামিন মাতুব্বার এর মধ্যে রাস্তার উপওে ভ্যান রাখাকে কেন্দ্র করে কথাকাটি এবং উভয়ের মধ্যে মারামারি শুরু হয় ।

এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা মো: ইদ্দিস আলী শেখ মারামারি ঠেকাতে গেলে আলামিন মাতব্বার ,এনায়েত মাতুব্বার সহ প্রায় ১৫/২০জন মিলে তাকে বেধম মারপিট করে ।প্রচন্ড মারপিটে তিনি ঘটনা স্থলে মৃত্যু বরন করেন ।মৃত্যুর কালিন সময় তিনি রোজা ছিলেন । নিহতের লাশ গোপালগঞ্জ মর্গে ময়নাতদন্ত করা হয়েছে । এব্যাপারে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলার প্রস্তুুতি চলছে ।নিহ সোমবার বিকাল ৪টায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানা যায়