প্রধান মেনু

গোপালগঞ্জে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দদের সাথে নাটাবের মত বিনিময় সভা

গোপালগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সাথে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ ও রোগী সনাক্তকরণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)। শনিবার দুপুরে গোপালগঞ্জ ঘাতক দালাল নির্মুল কমিটির সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ ও রোগী সনাক্তকরণ সম্পার্কে ধারণা দেন শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপাক ডাঃ পরিমল সরকার।
বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ আবিদ হাসান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটাব গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী মেজবাহ্উদ্দিন। মত বিনিময় সভাটি সার্বিক পরিচালনা করেন নাটাবের সোসাল মোবিলাইজার তরুন কুমার বিশ্বাস।

(এস এম সাব্বির, গোপালগঞ্জ)