প্রধান মেনু

গোপালগঞ্জের কাশিয়ানীতে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে মিঠুন বিশ্বাস (২৪) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা। আহত মিঠুনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের বন্যেতলা এলাকায় এ ঘটনা ঘটে। মিঠুন উপজেলার সাফলীডাঙ্গা গ্রামের মিহির কুমার বিশ্বাসের ছেলে এবং গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের মাষ্টার্সের ছাত্র। হাসপাতালে চিকিৎসাধীন আহত মিঠুন বিশ্বাস জানান, আমি সন্ধ্যার দিকে পায়ে হেটে নিজ বাড়ী সাফলীডাঙ্গা থেকে ওড়াকান্দি ঠাকুরবাড়ীর দিকে যাচ্ছিলাম।

বন্যেতলায় পৌছলে ৪/৫ জন যুবক মোটর সাইকেল নিয়ে এসে আমার পথরোধ করে। আমার কাছে যা যা আছে দিতে বলে। এ সময় আমি ভয়ে দৌড়ে পালাতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে আমার গলায় আঘাত করে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে। এ ব্যাপারে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলীনুর হোসেন বলেন, এ ধরণের কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।