গোদাগাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত।

মোঃ মাসুদ আলম, গোদাগাড়ী, রাজশাহী :“বিজ্ঞান মনস্ক পরিবেশ গড়ি, বিজ্ঞান ভীতি দূর করি” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টায় সিসিবিভিও-রাজশাহীর কারিগরি সহযোগিতায় উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ে “মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন” প্রকল্পের অধীনে প্রযুক্তি বিজ্ঞান ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় বিদ্যালয় ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা।
এ সভাপতিত্ব করেন বিজ্ঞান ক্লাবের সভাপতি মোসা: শম্পা খাতুন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিওর প্রকল্প সমন্বয়কারী মো. আরিফ ইথার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদ জাহাঙ্গীর ময়না, সিসিবিভিওর মনিটরিং অফিসার মো. শাহাবুদ্দিন সিহাব ও সহকারী প্রকল্প সমন্বয়কারী ইমরুল সাদাত মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় পড়ে থাকা ও স্বল্পমূল্যের উপকরণ দিয়ে প্রকল্প তৈরি করে যা তাদের পাঠ্য বইয়ের সাথে সম্পর্কিত ও দৈনন্দিন ব্যবহারিত বিষয়সমূহ।
মেলায় ৩০টি প্রজেক্ট উপস্থাপন করে। উল্লেখযোগ্য প্রজেক্টের মধ্যে ছিল ভ’-গর্ভস্থ পানির উত্তোলন কমানোর জন্য বৃষ্টির পানি সংগ্রহ ও ব্যবহার, ডেঙ্গু/ এডিস মশা প্রতিরোধে সচেতনতা, প্রাকৃতিক উপায়ে লিটমাস পেপার তৈরী, কাগজের পাত্রে পানি ফোটানো, গ্রিনহাউস গ্যাস নি:স্বরণের মডেল, লবণের বৈশিষ্ঠ্য সম্পর্কে জানা, বায়ুচাপ, পানি আগুন জ্বলাতে সহায়তা করে ইত্যাদি। অংশগ্রহণকারীদের মধ্যে শ্রেষ্ঠ তিনটি প্রজেক্টকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও মেলায় অংশগ্রহণকারীদের প্রত্যেককে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।