প্রধান মেনু

গোদাগাড়ীতে  মাদক সম্রাট আনারুল হেরোইনসহ আটক

মাসুদ আলম,গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার মাদক সম্রাটমোঃ আনারুল ইসলাম (৫০) কে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। সে গোদাগাড়ী পৌর এলাকার ফাজিলপুর গ্রামের  মোঃ আতাউর রহমানের ছেলে। জানা যায়,   রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকসদল শহিদ ফিরোজ চত্ত্বরের পাশে আল-মদিনা ডেকোরেটরের কাছে নিমতলা এলাকায় অবস্থান নেয়।

পুলিশের কাছে গোপন সংবাদ ছিলো মাদক সম্রাট আনারুল হেরোইন নিয়ে বেচাকেনার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছে। পুলিশ সেই সময়ে আনারুল কে আটক করে দেহ তল্লাসী চালিয়ে ২ শত গ্রাম হেরোইন উদ্ধার ও তাকে আটক করে। গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম মাদক সম্রাট আনারুলের আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,  সে একজন বড় মাপের মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন হতে এই ব্যবসায় করে আসছে। বর্তমান সময়ে সব মাদক ব্যবসায়ীরা যখন গা ঢাকা দিয়েছে সে এই সময়ে প্রকাশ্যে ঘুরাফেরা ও গোপনে মাদক ব্যবসায় করে যাচ্ছিলো।

তার বিরুদ্ধে ২০১৩ সালে ২০ জুলাই মাদক মামলা রয়েছে। মামলা নাং ২১। সেই সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ এর ১ (ক) ধারায় এজাহার ভুক্ত আসামী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।   এদিকে সরকারের মাদক বিরোধী অভিযান শুরু হলে গোদাগাড়ীর কুখ্যাত মাদক সম্রাটরা অধিকাংশ গা ঢাকা দিয়েছে। অপরদিকে গোদাগাড়ী মডেল থানায় সদ্যযোগ দানকৃত নতুন ওসি মোঃ জাহাঙ্গীর আলম যোগদান করার পর হতে মাদক ব্যবসায়ীরা আতংকে আছে।