প্রধান মেনু

গোদাগাড়ীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা

মোঃ মাসুদ আলম,রাজশাহীর (গোদাগাড়ী) উপজেলা সংবাদদাতা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সিএনবি মোড়ে আনমানিক সকাল ১১টার সময় চাঁপাইনবাবগন্জ হতে ঢাকা গামী গ্রামীণ ট্রাভেলস এর ধাঁক্কায় এক সাইকেল আরোহির মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানাই সি এ্যান্ড বি মোড়ে সাইকেল চালক লোকমান (৪৫) নামের এক ব্যক্তি কে ধাঁক্কা দিলে তার পেট ফেটে ভূড়ি বাহির হয়ে যায় বলে জানা যায়।খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্হলে আসে এবং তাকে গোদাগাড়ী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানায়। নিহত লোকমানের বাসা গোদাগাড়ী উপজেলার আঁচুয়াভাটা গ্রামে।