গোদাগাড়ীতে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার নির্দেশনা দিলেন ওমর ফারুক চৌধুরী এমপি গোদাগাড়ী তানোর-০১
গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা: আগামী ১০ মার্চ গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। সোমবার গোদাগাড়ী উপজেলা
আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় এই আহবান জানান।
তিনি আরও বলেন, দেশরত্নশেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। দেশের শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য, কৃষি, তথ্য প্রযুক্তিসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে উপজেলা নির্বাচনের গুরুত্ব অনেক। তাই আগামী ১০ মার্চ নৌকার মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে নৌকায় ভোট দিয়ে জয়ী করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সহঃ সাধারণ সস্পাদক কামরুজ্জামান চঞ্চল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কেন্দ্রীয় শিক্ষক নেতা মোঃ শাহাদুল হক মাস্টার, রাজশাহী জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, গোদাগাড়ী পৌরসভার মেয়র মোঃ মনিরুল ইসলাম বাবু, কাঁকনহাট পৌর মেয়র আব্দুল মজিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল আলম, আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব, পৌর যুবলীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ মোশারফ বাবু, পৌর ছাত্রলীগ সভাপতি হামিদ রানা প্রমূখ।