প্রধান মেনু

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে সংসদভবন এলাকায় আন্ডারপাস নির্মাণের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং গণপূর্ত অধিদপ্তরের বিশেষজ্ঞ প্রতিনিধিদের সমন্বয়ে এবিষয়ে দ্রুত সভা করার সুপারিশ করা হয়।

কমিটি ঠাকুরগাঁও জেলার হরিপুর এবং রাণীশংকৈল উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে জনবল নিয়োগ দিতে বিলম্বিত হলে সংযুক্তি আদেশের মাধ্যমে লোকবল নিয়োগ করে স্টেশন দু’টি দ্রুত চালু করার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ করে। এছাড়া বৈঠকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতায় ঠাকুরগাঁও, চাঁদপুর, শেরপুর ও হবিগঞ্জ জেলায় গৃহীত প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন করার সুপারিশ করা হয়। কমিটি জাতীয় সংসদ সদস্য ভবনের জরুরি সেবা (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিশ্চিত করার জন্য সার্বক্ষণিক লোকবল উপস্থিত রাখার সুপারিশ করে।

 কমিটির সভাপতি আলহাজ মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য সাধন চন্দ্র মজুমদার, এ কে এম ফজলুল হক, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), বেগম নূর-ই- হাসনা লিলি চৌধুরী এবং নূরজাহান বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজউকের চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।