গাড়ি চাপায় অজ্ঞাতনামা মহিলা নিহত
শিবালয়(মানিকগঞ্জ) প্রতিনিধি ঃমানিকগঞ্জের শিবালয়ে গাড়ি চাপায় অজ্ঞাতনামা মহিলা(৬৫) নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৯.৩০ মিনিটের দিকে ঢাকা পাটুরিয়া রোডের ইছাইল এলাকার মেগা ফিডের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।
শিবালয় থানা পুলিশের এসআই জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাটি রাতের বেলায় ফাকা রোডের পারে ঘটাতে ঘাতক গাড়ি ও নিহতের নাম পরিচয় ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।
মো ঃ সোহেল রানা
শিবালয় মানিকগঞ্জ প্রতিনিধি
(পরের খবর) আর মাত্র ৫ দিন পর পহেলা বৈশাখ »