গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম মজুরী ৮হাজার টাকা করায় টঙ্গীতে আনন্দ মিছিল
মোঃ শাহজালাল দেওয়ান : টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ঃ টঙ্গীতে গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম মজুরী ৮হাজার টাকা করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গতকাল টঙ্গীতে আনন্দ মিছিল করেছে টঙ্গী আঞ্চলিক শ্রমিক লীগ। অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক, টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান বি কমের সভাপতিত্বে আনন্দ মিছিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক নিউ মেঘনা টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ জাহিদ আল মামুন, শ্রমিক নেতা হিরন মিয়া, বীরমুক্তিযোদ্ধা ফারুক আহমেদ, বাটা সু-শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, টঙ্গী থানা শ্রমিকলীগের শ্রম বিষয়ক সম্পাদক মফিজুল হোসেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি মোয়াজ্জেম হোসেন, ঢাকা টোকাকো শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবেদ আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, এটলাস বাংলাদেশ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কাশেম, ন্যাশনাল টিউস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল হোসেন আমু, ন্যাশনাল ফ্যান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, আকিজ প্রিন্টিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সেকান্দর আলী, প্রিমিয়ার ব্যাংক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, টেলিফোন শিল্প সংস্থা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, বাদল পাটোয়ারী প্রমুখ। উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম মজুরী ৮ হাজার টাকা করায় জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে টঙ্গীতে সকল শ্রমিক সংগঠন ও গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে আনন্দ মিছিল করা হয়েছে।