প্রধান মেনু

গাবতলী টার্মিনাল লেবারদের অত্যাচারে নিরিহ বাসের যাত্রীরা অতিষ্ঠ

ঘটনাটি ঘটে ০৩/০৪/২০১৭ইং তারিখ বিকাল ৫ টায় সময়। দুর-দুরান্ত থেকে মানুষ বাসে করে এসে আন্তর্জাতিক বাস টার্মিনাল গাবতলী এসে নামে। নামার পর তাদের ব্যাগ নিয়ে গাড়ীতে উঠার সময় কুলিরা আটকিয়ে দেয়। তারা ব্যাগ প্রতি ১০০/২০০ টাকা দাবি করে। তা না হলে গালি-গালাজ করে থাকে এবং মাল-জিনিস কেঁড়ে নেয়। এই বাসের যাত্রীরা গ্রামের বাড়ী থেকে আতœীয়-স্বজনের জন্য শাক-সজবি, ফল-মুল, চাউল-আটা নিয়ে বাস টার্মিনালে এসে নামে। নামার পরে কুলিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ে। যাত্রীরা এই কুলিদের কাছে তাদের পরিচয় পত্র দেখতে চাইলে কুলিরা বলে তোকে দেখাতে হবে কেন? দেখালে আমরা পুলিশের কাছে দেখাবো। আদও তাদের পরিচয় পত্র আছে কিনা যাত্রীদের অভিযোগ। এবং মাঝে মধ্যে গাবতলী পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানালে পুলিশ কোন তৎপরোতা নেই। তা হলে এই সমস্ত বাসের যাত্রীদের অভিযোগ তারা কীভাবে বাস টার্মিনালে এসে নামার পড়ে গন্তব্যস্থলে পৌছাবে। এই সমস্ত পরিচয়হীন কুলির হয়রানি থেকে বাঁচার পুলিশ উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে বাসা যাত্রীরা জোর দাবি জানিয়েছেন। আমার মত আর কোন যাত্রীরা হয়রানির শিকার না হয়।

অভিযোগকারীর নাম:
(১) মোঃ জাহাঙ্গীর আলম (পাবনা)।
(২) মোঃ কুদ্দুস মোল্লা (যশোর)।
(৩) মোঃ আলমগীর হোসেন (রংপুর)।
(৪) মোঃ মিজান (খুলনা)।
(৫) মোঃ হাকিম (নড়াইল) সহ আরও অন্যান্য।

সিনিয়র রিপোর্টার
মোঃ মফিজুর রহমান (মনা)