প্রধান মেনু

গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল দাবীতে টঙ্গীতে আবারো মিছিল সমাবেশ

মোঃ শাহজালাল দেওয়ান : টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবীতে আবারো গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টঙ্গী থানা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। টঙ্গী চেরাগ আলী মার্কেট সফিউদ্দিন সরকার কমপ্লেক্স এলাকায় টঙ্গী থানা বিএনপির সিনিয়র সহ- সভাপতি ইসমাইল শিকদার বসুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কাউন্সিলর আবুল হাশেম, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, নূর মোহাম্মদ, শেখ মোহাম্মদ আলেক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সভাপতি সরাফত হোসেন, রফিকুল আজিজ প্রিন্স, লিয়াকত আলী, জসিম উদ্দিন দেওয়ান, আমিনুল ইসলাম লিটু, মোছলেম উদ্দিন, বিএম শামীম, রাজু আহম্মেদ, স্বেচ্ছাসেবক দল টঙ্গী থানা ইমাম হাসান প্রমুখ। মহানগর আহ্বায়ক কমিটি বাতিলের দাবীতে নেতৃত্ব দিচ্ছেন শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরি কমিটির সভাপতি সালাহ উদ্দিন সরকার ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি সরাফত হোসেন।

বক্তারা বলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে ঘোষণা দেয়া হয়। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে এমপি পদে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা দেন শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি আলহাজ¦ সালাহ উদ্দিন সরকার। উল্লেখ করা যেতে পারে সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকারকে আহ্বায়ক ও সোহরাব হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে গাজীপুর মহানগরের বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিএনপির এই আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে গাজীপুর ও টঙ্গীর বিএনপির অপর একটি পক্ষ মিছিল সমাবেশ করে অভিনন্দন জানিয়েছে নয়া আহ্বায়ক কমিটিকে।