প্রধান মেনু

গাজীপুর মহানগর ছাত্রলীগের বার্ষিক সম্মেলন

গাজীপুর মহানগর ছাত্রলীগের নতুন নেতৃত্বের লক্ষ্যে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন গতকাল সোমবার টঙ্গীর বড় বাড়ী গরুহাটা মাঠে মহানগর ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন পাঠানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর-২ আসনের সফল সংসদ সদস্য ডা. দীপু মনি এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, টঙ্গী পৌরসভার সাবেক মেয়র এড. আজমত উল্লা খান, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা কাজী মোহাম্মদ সেলিম, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ইলিয়াস আহম্মেদ, এড. মহিউদ্দিন আহম্মেদ মহি, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক শহীদ উল্লাহ মিয়া, গাছা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম এমএ, মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিলিমা আক্তার লিলি, গাজীপুর মহানগর যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রুহুন নেছা রুনা, এড. আজিম হায়দার আদিম, আনিসুর রহমান আরিফ, আমিন উদ্দিন সরকার, জাহিদুল ইসলাম মোল্লা প্রমুখ। আলোচনা সভা শেষে বর্তমান কমিটি সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে।