প্রধান মেনু

গাজীপুর জেলা আইনজীবী সমিতির ৪০ বছর পূর্তি

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুর জেলা আইনজীবী সমিতির ৪০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সুদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ জাহিদ আহসান রাসেল, জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূণ কবীর, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ, গাজীপুরের জিপি এডভোকেট আমজাদ হোসেন বাবুল, পিপি এডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, এডভোকেট আলাউদ-দীন হোসেন, এডভোকেট ওয়াজউদ্দিন মিয়া, এডভোকেট রফিক উদ্দিন আহমেদ, এডভোকেট আবদুস ছাত্তার, এডভোকেট মোঃ আবদুল বাছেদ, এডভোকেট সুলতান উদ্দিন আহমেদ, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স, এডভোকেট ফরিদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে ৪০ বছরের উর্ধ্বে আইন পেশায় নিয়োজিত ১২ জন সিনিয়র আইনজীবীকে সম্মাননা স্মারক এবং ৩ জন আইনজীবীকে মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।