প্রধান মেনু

গাইবান্ধায় কবি সোহেল রানার গল্প গ্রন্থ ‘একটি কালো মেয়ের’ মোড়ক উন্মোচন

গাইবান্ধার কবি গল্পকার সোহেল রানার ব্যতিক্রমধর্মী গল্প গ্রন্থ ‘একটি কালো মেয়ের’ মোড়ক উন্মোচন শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাংবাদিক গোবিন্দলাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক সাংবাদিক আবু জাফর সাবু এবং বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মাকছুদার রহমান শাহান, উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কবির বাদল ও কবি গল্পকার সোহেল রানা এবং অনুষ্ঠানটি উপস্থাপন করেন শিরিন আকতার। মেঘদুতের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক শ্রোতা উপস্থিত ছিলেন।

উলেখ্য, কবি সোহেল রানার এটি দ্বিতীয় গ্রন্থ। সোহেল রানার ৬৪ পৃষ্ঠার এই গল্প গ্রন্থটি মঙ্গা কবলিত একটি দরিদ্র কালো মেয়ে জোনাকির চিরায়ত ভাগ্য বিড়ম্বনার অত্যন্ত বাস্তব সম্মত কাহিনী নিয়ে রচিত হয়েছে। অনুষ্ঠানের অতিথিবৃন্দ আলোচকসহ উপস্থিত দর্শক শ্রোতারা প্রকাশিত এই গল্প গ্রন্থটির ভূয়সী প্রশংসা করেন এবং গ্রন্থটি পাঠক সমাদৃত হবে বলে আশা প্রকাশ করেন। এর আগে সোহেল রানার প্রথম কাব্য গ্রন্থ ‘কবিতা কথা বলে’ প্রকাশিত হয় এবং তা যথেষ্ট পাঠক সমাদৃত হয়।

এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চুনি ইসলাম, জিয়াউর রহমান জিয়া, সুমাইয়া ইয়াসমিন, তাসনিয়া বিনতে ফেরদৌস এবং নৃত্য পরিবেশন করে সুরবানী সংসদের একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী মিমতা ইসলাম ও সুবাহ। এছাড়া তবলায় ছিলেন মাহমুদ সাগর মহব্বত, কি-বোডে মিজানুর রহমান মিলন, প্যাডে খোকন এবং গিটারে সৈকত।